Featured Post

The Alchemist

পাওলাে কোয়েলহাের    “ দ্য আলকেমিস্ট ” উপন্যাসের আদলে বিবৃত এক আধ্যাত্মর প্রকাশ। এ প্রকাশ যেমন চমৎকার তেমনি আত্ম উন্নয়নের আশাবাদী উপাখ্যান।...

  প্রিয় মন, সব্বাই তোমাকে ভালোবাসবে না। কেউ কেউ ভালোবাসবে, কেউ কেউ ঘেন্না করবে। কেউ প্রশংসা করবে, কেউ নিন্দে করবে। কেউ খুব ভালো বন্ধু ভাববে,...

সিদ্ধান্ত তোমার হাতে

 


প্রিয় মন,

সব্বাই তোমাকে ভালোবাসবে না। কেউ কেউ ভালোবাসবে, কেউ কেউ ঘেন্না করবে। কেউ প্রশংসা করবে, কেউ নিন্দে করবে। কেউ খুব ভালো বন্ধু ভাববে, কেউ শত্রু ভেবে হিংসা করবে। কেউ খুব প্রায়োরিটি দিয়ে মাথায় তুলে রাখবে, কেউ অবহেলা করতে করতে ছুঁড়ে ফেলে দেবে। কেউ অপেক্ষা করবে, কেউ বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কেউ খবর না পেলে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় শুকিয়ে যাবে, কেউ বিপদে পড়েছ জেনেও পাশ কাটিয়ে চলে যাবে। কেউ না চিনেও সবটা বুঝবে, কেউ সবটা বুঝেও অচেনা হয়ে যাবে। কেউ কথা না দিয়েও সারা জীবন থেকে যাবে, কেউ সারা জীবনের কথা দিয়েও মুহূর্তে মিলিয়ে যাবে।

শোনো, ফুলের বাগানের মতো আমাদের প্রত্যেকের জীবন। বহু মানুষের যাতায়াত সে' বাগানে। বুঝতে শেখো, কেউ কেউ তোমার ভিতরের সৌন্দর্য অনুভব করে ভীষণ যত্নে, অপার মুগ্ধতায়, দারুণ বিস্ময়ে চুপটি করে থেকে যাবে তোমার পাশে; আবার কেউ কেউ তোমার সৌন্দর্য না বুঝে তছনছ করে দেবে সব কিছু, ফুল ছিঁড়ে দেবে, শিকড় থেকে উপড়ে নিতে চাইবে তোমার অস্তিত্ব। সিদ্ধান্ত তোমার হাতে, যত্ন নেওয়া মানুষগুলোর কদর করে তাদেরকে সামলে সামলে রাখবে; নাকি অযত্নদের আঁকড়ে ধরে তছনছ হতে দেখবে নিজের সৌন্দর্য...

0 comments: